২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের সহযোগিতায় দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : বদরুজ্জামান সেলিম

admin
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
প্রবাসীদের সহযোগিতায় দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, প্রবাসীদের সহযোগিতায় দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নাসিম মিয়ার পিতা গোলাম কিবরিয়া হিরা মিয়া ও দাদা আব্দুর রব এবং আব্দুল গৌছসহ এই পরিবারের সবাই এ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান তাদের পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই প্রবাসী পরিবার যেভাবে এগিয়ে এসেছে সিলেটের সকল প্রবাসী ঠিস সেই ভাবে নিজ নিজ এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন। আমি নাসিম মিয়া সহ সকল প্রবাসীদের ধন্যবাদ জানাই দেশের মানুষের কল্যাণে তারা কাজ করছে সেজন্য।

তিনি বৃহস্পতিবার যুক্তরাজ্য প্রবাসী দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম গোলাম কিবরিয়া হিরা মিয়ার পুত্র নাসিম মিয়ার দাদা আব্দুর রব এবং আব্দুল গৌছের নামে রাস্তার নামকরণ ও বিদ্যালয়ের ভবনের ভূমি হস্তান্তর কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় যুক্তরাজ্য প্রবাসী নাসিম মিয়া ছাড়াও আরোও উপস্থিত ছিলেন হাফিজ খলিলুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বী সানোর মিয়া, সোলেমান মিয়া, লালু মিয়া, রাকিব খান, জুবায়ের আহমদ জুবেল, কুদ্দুস মিয়া, রুম্মান আহমদ রাজু, ফরহাদ আহমদ, এনামুল হক, নজমুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শহিদ।