সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের মৃত্যুতে সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান আশরাফ গাজী।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, আবুল মোহাম্মদ তাঁর দীর্ঘ কর্মজীবনে ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সংগঠক। তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি পাঠকের মন জয় করেছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আবুল মোহাম্মদ অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা ও সমাজিক জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি