২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

কিশোরগ্যং সোহানের তৎপরতায় ১৬ নং ওয়ার্ডবাসী তটস্থ

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
কিশোরগ্যং সোহানের তৎপরতায় ১৬ নং ওয়ার্ডবাসী তটস্থ

স্টাফ রিপোর্টার: 

সিলেট সিটির ১৬ নং ওয়ার্ডে কিশোর গ্যাং এর সন্ত্রাসী তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের ডেভিলরা ছাত্রদলের লেবাস পরিয়ে তাদের কিশোর গ্যাং পরিচালনা করছে। এই কিশোর গ্যাং এর নেতা ছাত্রলীগ কর্মী আব্দু সাফি সোহান ওরফে টোকাই সোহান। সোহান নগরের আল-হেলাল নয়াসড়কের সুমন মিয়ার পুত্র।
সোহান ৫ আগস্টের আগে ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জিহাদুর রহমানের অধীন এলাকার একটি শক্তশালী কিশোরগ্যাং গড়ে তুলে। সোহান বর্তমানে ছাত্রদলের লেবাস পরে এই কিশোরগ্যং পরিচালনা করছে এবং তার কিশোরগ্যাং এর কারণে ওয়ার্ডবাসী তটস্থ বলে অভিযোগ পাওয়া গেছে।
কিছুদিন আগে সোহান তার কিশোরগ্যং সদস্যদের নিয়ে মোকাররম হেসেন নামের এক যুবককে গুরুতর আহত করে। এছাড়া এলাকা ছাত্রছাত্রীদেরও সে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এ সব ঘটনায় সোহানের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর সিলেট সদর (কোতোয়ালি) থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়। যা’ থানার সাধারণ ডায়েরী নং ১২৮৯।
সোহানের কিশোর গ্যাং এর এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসী আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।