২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকবার আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকবার আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

সিলেটের ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও এলাকার পিয়ার আলীর পুত্র মো. আকবর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানা যায়, গত ২৭ আগস্ট সকাল আনুমানিক ১১ঘটিকার সময় একই গ্রামের পছন উল্লাহ’র পুত্র মোঃ নিলু মিয়া, রুনু মিয়া, আনু মিয়া ও রুহান মিয়া এবং মৃত সোনা উল্লাহ’র পুত্র পছন উল্লাহ হত্যার উদ্দেশ্যে আকবর আলীর উপর সংবদ্ধভাবে হামলা চালায়। এই বিষয়য়ে আহতের চাচাত ভাই মৃত মোঃ ইন্তাজ আলীর পুত্র মোঃ আক্তার আলী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমাদের ঘরের সামনের রাস্তার সাথে একটি পুরাতন মাটির ঘর ছিল। যাহা হঠাৎ করে বাতাসে ঘরটি ভেঙ্গে পড়ে। এই বিষয়টিকে কেন্দ্রে করে গত ২৭ আগস্ট অনুমানিক ১১টায় ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও এলাকার পছন উল্লাহ’র পুত্র মোঃ নিলু মিয়া, রুনু মিয়া, আনু মিয়া ও রুহান মিয়া এবং মৃত সোনা উল্লাহ’র পুত্র পছন উল্লাহ হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া ধারালো দা, লোহার রড, জিআই পাইপ, লাঠি-সোঠা নিয়ে আমাদের বসত ঘরের সামনে এসে আমাদের ডাকা ডাকি শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমরা ঘর থেকে বাহিরে আসা মাত্র আসামীগণ আমার চাচাতো ভাই মোঃ আকবর আলীকে হত্যার উদ্দেশ্যে তালুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। সে মাটিতে লুটে পড়লে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। এসময় আমার চাচা ফজর আলীকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে তিনিও রক্তাক্ত হয়ে মাটি পড়ে যান। জখমের ফলে তারা দুই জন মাটিতে পড়িয়া গেলে সকল আসামীগণ মিলে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।