১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গীতিকার মিরন আলী সময়ের ডাকের উপদেষ্ঠা মনোনীত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
গীতিকার মিরন আলী সময়ের ডাকের উপদেষ্ঠা মনোনীত

যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও গীতিকার মো. মিরন আলী অনলাইন পোর্টাল সময়ের ডাকের উপদেষ্ঠা মনোনীত।

এই উপলক্ষ্যে সময়ের ডাক পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।

সময়ের ডাকের সম্পাদক ও প্রকাশক এম আর টুনু তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় সংবর্ধীত অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী, গীতিকার ও অনলাইন পোর্টাল সময়ের ডাকের উপদেষ্ঠা মো. মিরন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক শাহ মোহাম্মদ কয়েস আহমদ, আমার দেশ পত্রিকার সাবেক ফটো সাংবাদিক বেলায়েত হোসেন, মাইটিভির ক্যামেরা পার্সন শাহীন আহমদ, সিনিয়র সাংবাদিক রত্না আহমদ তামান্না, রূপালী বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার বাবর জোয়ারদার, যুগভেরীর মাল্টিমিডিয়া রিপোর্টার রেজওয়ান আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী প্রমুখ।