ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেয়েছেন সিলেট দক্ষিণ সুরমার জৈনপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রবাসী ব্যবসায়ী গোলাম কিবরিয়া হিরা মিয়ার ছেলে নাছিম মিয়া।
সিলেট জেলা প্রশাসনের আয়োজিত প্রথমবারের মতো ১শ’জন প্রবাসী সিলেটীকে এই সম্মাননা প্রদান করা হয়। আজ শনিবার সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে নাছিম মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য নাছিম মিয়ার পরিবার সমাজসেবার অংশ হিসাবে তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরা মিয়া, চাচা আলহাজ্ব গোলাম আম্বিয়া তুলা মিয়া ও আব্দুস শহিদ মজনু মিয়া সিসিকের ৩০নং ওয়ার্ডে ১৪ শতক ভূমি রাস্তার জন্য সিটি কর্পোরেশনকে দান করেন। যার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ টাকা। সেই রাস্তার নাম করণ করা হয়েছে নাসিমের দাদা আব্দুর রব ও আব্দুল গৌছের নামে। এছাড়াও নাছিম মিয়া কর্মসংস্থান তৈরি জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। যা শেষ হলে সিলেটের বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়তা করবে। নাছিম মিয়া এইচএম প্রোপার্টিজ ইউকে, এইচএম প্রোপার্টিজ বিডি, এইচএম চ্যারিটি ও প্রিতম ইন প্রাইভেট লিমিটেড ঢাকার মাধ্যমে সমাজে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।