২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

পলিটেকনিক ছাত্রদল সভাপতি শফিকুর রহমান রক্ত দিয়ে রক্ষা করলেন সিলেট পলিটেকনিক ছাত্রলীগের হামলার শিকার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রদলনেতা নাজমুল ইসলামের জীবন

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৮, ০৩:২৩ অপরাহ্ণ
পলিটেকনিক ছাত্রদল সভাপতি শফিকুর রহমান রক্ত দিয়ে রক্ষা করলেন সিলেট পলিটেকনিক ছাত্রলীগের হামলার শিকার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রদলনেতা নাজমুল ইসলামের জীবন

Oplus_131072

স্টাফ রিপোর্টার, সিলেট

৫ নভেম্বর ২০১৮: সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল সভাপতি শফিকুর রহমান মানবিক ও রাজনৈতিক সাহসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ দুপুর ২টার দিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, ছাত্রদল নেতা নাজমুল ইসলামের ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে।

হামলার সময় শফিকুর রহমান নিজে উপস্থিত ছিলেন না, কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নাজমুলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করেন এবং রক্ত দিয়ে মানবিক সহযোগিতা করেন। তাঁর এই মানবিক পদক্ষেপ স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসার ঝড় বইয়ে দেয়।

শফিকুর রহমান বলেন, “পলিটেকনিক ছাত্রলীগের কিছু সন্ত্রাসী সবসময় অন্যায় ও দুর্নীতিতে লিপ্ত থাকে। আমি তাদের ও তাদের আওয়ামিলীগ দুর্নীতিবাজ সরকারের অপকর্মের প্রতিবাদ করায় তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। আমাকে না পেয়ে তারা আমার রাজনৈতিক সহযোদ্ধা নাজমুলের ওপর হামলা চালিয়েছে। আমি রক্ত দিয়ে নাজমুলকে সহযোগিতা করতে চেয়েছি, কারণ রাজনৈতিক সহমর্মিতা ও মানবিক দায়িত্বই আমাদের সংগঠনের শক্তি।”

তিনি আরও বলেন, “কিন্তু শুধু সন্ত্রাসী ছাত্রদের দমন নয়, আওয়ামী লীগের কিছু নেতা ও রাজনৈতিক মহলও শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের ক্ষমতা প্রদর্শনের নামে নানাভাবে অপকর্ম করছে। শিক্ষার্থীদের ভোটে প্রভাব খাটানো, স্বেচ্ছাচারিতা, দলীয় শাসনের নামে ভয়ভীতি প্রদর্শন, কলেজে চাঁদাবাজি, মাদক সেবন এসব অব্যাহত রয়েছে। সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ পরিবেশ থেকে দূরে ঠেলে দিয়েছে। এসবের প্রতিবাদ করাই আমাদের সকলের কর্তব্য।”