১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এমরান চৌধুরীকে ধন্যবাদ ও হেলাল নির্ঝরকে অভিনন্দন বিএমজেএ সিলেটের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ণ
এমরান চৌধুরীকে ধন্যবাদ ও হেলাল নির্ঝরকে অভিনন্দন বিএমজেএ সিলেটের

সিলেটে দুই দশকেরও পুরনো সংবাদপত্র ‘দৈনিক সচিত্র সিলেট’ এর নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক, কবি-ছড়াকার হেলাল নির্ঝর। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য হেলাল নির্ঝর’র কে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ
রবিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানান হেলাল নির্ঝর’র মত একজন দক্ষ সাংবাদিককে পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায়।
এসোসিয়েশন নেতৃবৃন্দ হেলাল নির্ঝরকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তার হাত ধরে এই প্রতিষ্ঠানটি সিলেটের গণমানুষের দাবী পূরণে সহায়ক ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি