১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদা না দেওয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে প্রবাসী জসিম উদ্দিনের ভাই গিয়াস মিয়াকে হত্যা করে

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪, ০২:২২ অপরাহ্ণ
চাঁদা না দেওয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে প্রবাসী জসিম উদ্দিনের ভাই গিয়াস মিয়াকে হত্যা করে

কমলগঞ্জ প্রতিনিধি
মার্কেট দখল করতে আসলে বাদা দেওয়ায় বর্তমান কানাডা প্রবাসী জসিম উদ্দিনের ভাই গিয়াস মিয়াকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা জানান, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রাঘাট গ্রামের নজীর উদ্দিনের পুত্র গিয়াস মিয়াকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের পরিবার জানান, গত ২০২৩ সালে প্রবাসী জসিম উদ্দিন মার্কেট নিমার্ণানের কাজ শুরু থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও জামাল আহমদ ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বর্তমান কানাডা প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার চেষ্টায় তার উপর হামলা চালায়, হামলায় সেই আহতও হয় সেই ভয়ে জসিম উদ্দিন দেশত্যাগ করে। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় বিএনপি ও জামায়াতের সংগঠনের যোগ দিয়ে বশির আহমদ ও জামাল আহমদ আবারও বর্তমানে কানাডা প্রবাসী জসিম উদ্দিনের মার্কেট দখলের চেষ্টা করে। দখলে বাধা দিতে আসলে বশির আহমদ ও জামাল আহমদের নেতৃত্বে বর্তমান কানাডা প্রবাসী জসিম উদ্দিনের ভাই গিয়াস মিয়াকে অনুমানিক দুপুর ২টায় প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত করে পালি যায়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও জামাল আহমদের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা। তাদের প্রতিনিয়ত চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। চাঁদা না দিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হামলাসহ নানা ধরণে ক্ষতি সাধিত করে। সেই ধারাবাহিকতায় হামলা চালিয়ে বর্তমান কানাডা প্রবাসী জসিম উদ্দিনের ভাই গিয়াস মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যার বিষয়টি কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।