সুনামগঞ্জ জেলার ছাতক এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান এর বাড়িতে অভিযান চালিয়েছে ছাতক থানা পুলিশ এর একটি বিশেষ ইউনিট। গত ২৫মে রোজ সোমবার আনুমানিক রাত ১২টার দিকে ছাত্রলীগের এই নেতার বাসায় তল্লাশি অভি্যান চালায় পুলিশ।
পুলিশ এর সাথে কথা বলে জানতে পারা যায় যে, ৫ই আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামিলীগ এর প্রায় সকল নেতাকর্মী পলাতক আছেন এবং সারাদেশে বেশ কিছু মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। সাবেক ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে সিলেটে। এরই পরিপেক্ষিতে গেলো ২৫মে রোজ সোমবার হাবিবুর রহমান এর বাড়িতে অভিযান চালানো হয়।
স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারা যায় যে, ২৫মে রাত ১২টার দিকে পুলিশের একটি বাহিনী আলকাছ আলীর বাড়িতে অভিযান চালায়। আলকাছ আলীর ছেলে হাবিবুর রহমান কে গ্রেফতার এর উদ্দ্যেশে এই অভিযান বলে জানান তিনি। তিনি আরো বলেন হাবিবুর রহমান এখন প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি সিলেট মহানগরীর ছাত্রলীগ এর রাজনিতীর সাথে সম্পৃক্ত ছিলেন। বিদেশে গিয়েও তিনি আওয়ামিলীগ এর রাজনীতির সাথে যুক্ত আছেন বলেও জানা যায়। তাছাড়া সামাজিক যোগাযোগ এর মাধ্যমে তিনি বর্তমান সরকার এর ব্যপক সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ আছে।
এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন ও ভয়ভিতী প্রদর্শনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হাবিবুর রহমান যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার এর বিরুদ্ধে অপপ্রচার না করে পুলিশ এমন হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা।
যাদের উপর মামলা দায়ের আছে তাদের গ্রেফতারের জন্য অভ্যাহত অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।