সিলেটে বিয়ানীবাজারের এক আওয়ামীলীগ নেতার বাড়িতে পুলিশী অভিযানের খবর পাওয়া গেছে। গত ২৩শে জুলাই বুধবার আনুমানিক রাত ০৮ঘটিকার দিকে সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের মোস্তফা উদ্দিনের ছেলে আওয়ামীলীগ কর্মী জাকির হোসেনের বাড়িতে এ অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশ। উল্লেখ্য যে, জাকির হোসেন দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, জাকির হোসেন দেশে থাকতে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং প্রবাসেও থাকে সক্রিয় দেখা যাচ্ছে। বিয়ানীবাজার থানার ওসির সাথে কথা বলে জানা যায়, সিলেটের কোতোয়ালি থানায় ০৪ই আগস্টের একটি ঘটনার মামলায় আসামী করা হয় জাকির হোসেনকে এবং তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে আমরা জানতে পারি সে প্রবাসে এখন অবস্থান করছে। আমরা তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।
পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্পূর্ন মিথ্যা মামলায় জাকির হোসেনকে ফাসানো হয়েছে এবং পুলিশ তল্লাসীর নামে আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়া হয়। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা।
উক্ত বিষয়ে বিয়ানীবাজার থানার ওসির সাথে কথা বললে উনি জানান, আমরা শুধুমাত্র অভিযান পরিচালনা করেছি, কোনো আসবাবপত্র তছনছ কিংবা হুমকি প্রধানের ঘটনা ঘটেনি।