২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছিনতাইকারী জাবেদের নেতৃত্বে ঠিকাদার শাওনের উপর হামলার অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
ছিনতাইকারী জাবেদের নেতৃত্বে ঠিকাদার শাওনের উপর হামলার অভিযোগ

সিলেট নগরীর কোতোয়ালী থানাধিন ৭নং সদারঘরটিলার মোশারফ হোসেনের পুত্র শওকত হোসেন শাওনের উপর সন্ত্রাসীদের হামলার সন্ত্রাসী হামলার অভিযোগ। এই বিষয়ে তিনি এসএমপির কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করেন কোতোয়ালী থানাধিন বারুত খানার লক্ষি মিয়ার পুত্র বর্তমানে লালদিঘীরপারের বাসিন্দা জাবেদ হোসেনের নেতৃত্বে গত ২৮ জুন সকাল অনুমান ৯টা জেল রোড রাস্তার পার্শ্বে শাওনের উপর হামলা চালানো হয়।
অভিযোগে রাজমিস্ত্রি ও ঠিকাদার শাওন উল্লেখ করেন গত ২৭জুন জেল রোড লেবার পয়েন্ট হইতে খোজারখলা একটি নির্মাণ কাজের জন্য ১০ জন শ্রমিক নিয়ে যাওয়ার সময় ইয়াছিন অতিরিক্ত মজুরির করলে তার সাথে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পর দিন ২৮ জুন আনুমানিক সকাল ৯ টা শাওনকে জেল রোডে গেলে ৬ জন শ্রমিক সংগ্রহ করতে এসময় পূর্ব থেকে পরিকল্পনা করে জাবেদ, আনফর ও ইয়াছিনের নেতৃত্বে হামলা চালানো হয়।
সঙ্গে থাকা ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তৎক্ষণাৎ শাওনের ওপর অতর্কিতে আক্রমণ করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় সন্ত্রাসীরা। এসময় শাওনের সাথে থাকা নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এসকল অপরাধীদের বিরুদ্ধে বন্দরবাজার এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। জাবেদের মাদক সেবন ও চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ রংমহল টাওয়ার থেকে নিয়ে করিম উল্লাহ পয়েন্টের ব্যবসায়ীরা। সাধারণ মানুষের প্যাকের মার, চুরি, মোবাইল ছিনতাই সহ এমন কোনো অপরাধ নেই জাবেদ করে না। এই সকল অপরাধের দায়ের সিলেট সিটি কর্পোরেশনের স্টাফ হর্কার পদ থেকে তার চাকুরী গিয়েছে। বিগত কয়েক দিন আগে এক রাস্তার এক সিম বিক্রেতা মেয়ের সাথে অশ্লীল আচরণ করার কারনে তাকে চাকরী হারাতে হয়। সে সবসময় নিশাগ্রস্থ অবস্থায় থাকে।